ক্রীড়া ডেস্কঃ
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি। গত এক দশক ধরে এই ট্যাগ লেগে আছে নেইমারের গায়ে। সে ট্যাগ গায়ে লাগিয়েই বয়স ২৬ পার করে ফেলেছেন। এ বয়সে পৌঁছানোর আগেই মেসি ও রোনালদো বিশ্বসেরা হয়ে গেছেন একাধিকবার। কিন্তু নেইমার এখনো ভবিষ্যতের স্বপ্ন দেখেই সময় কাটাচ্ছেন। কী করলে শেষ বাধাটা পার হতে পারবেন নেইমার? উত্তরটা দিয়েছেন নেইমারের সাবেক সতীর্থ ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। নেইমারকে আরও পরিণত হতে হবে।
মেসির ছায়ায় থেকে দলের প্রাণভোমরা হতে পারছেন না বলে প্যারিস সেন্ট জার্মেইয়ে চলে গেছেন নেইমার। দলের প্রাণভোমরা হয়েছেন সেখানে, আলোচনার কেন্দ্রেও আছেন সর্বক্ষণ। কিন্তু যে কারণে বার্সেলোনার মতো ক্লাব ও লা লিগার মতো লিগ ছেড়ে গেছেন, সে উদ্দেশ্য পূরণ হয়নি। চোট ও ক্লাবের ব্যর্থতা মিলিয়ে ২০১৭/১৮ মৌসুমের সব ব্যক্তিগত পুরস্কারের শীর্ষ তালিকাতেই অনুপস্থিত নেইমার। এ মৌসুমে ভালো শুরু করলেও মেসির পর্যায়ে এখনো যেতে পারেননি। জাভিকে তাই জিজ্ঞেস করা হয়েছিল, কীভাবে মেসির সমপর্যায়ে যাবেন নেইমার। খুব সংক্ষেপে সমাধান দিয়ে দিয়েছেন মেসি, ‘ওরা দুজন ভিন্ন। মেসি ফুটবলে অনেক অনেক পরিণত। সে সবকিছু ভালোভাবে করে। নেইমার এমন একজন যাকে পরিণত হতে হবে। তবে তার যে ক্ষমতা তাতে সে ম্যাচ বদলে দিতে পারে।’
নেইমার যে খেলা বদলে দিতে পারেন এ গুনটার কারণেই তাঁকে কিনতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে বাধেনি পিএসজির। নেইমারের কাছেই ২০১৬/১৭ মৌসুমে শেষ ষোলোতে হেরেছিল প্যারিসের ক্লাবটি। কিন্তু পিএসজির জার্সিতে বড় ম্যাচে নিয়মিত এটা করতে পারছেন না নেইমার। জাভি অবশ্য বিশ্বাস করেন, ‘এ অবস্থা বদলে যাবে, সে উন্নতি করতে পারবে যদি চায়। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’