নিজস্ব সংবাদদাতাঃ
কক্সবাজার বিমানবন্দর গেইট থেকে ইয়াবাসহ মো. হাফিজ (১৯) নামে এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর টিম।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ২ হাজার ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হাফিজ গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন মোদির দোকানী বলে জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, বিমানবন্দর এলাকায় তল্লাশির সময় হাফিজকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে আটক হাফিজের কাছে জানতে চাইলে সে ইয়াবাসমূহ তার নয় বলে জানায়। সোহেল নামে কক্সবাজারের এক ব্যক্তি তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে বলে দাবী করেছেন।