অনুপম বড়ুয়া, টিপু
নিজস্ব প্রতিনিধি, ফ্রান্স:
শিল্প, সংস্কৃতি, সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদূরে স্টা, সেন্ট ডেনিশস্থ স্থায়ী বিহারে বুদ্ধের মহান শিক্ষার প্রচার ও সদ্ধর্মের সমৃদ্ধি কামনায় সেই সাথে ২৫৬০ বুদ্ধবর্ষকে বরণের মাধ্যমে মহান বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও “বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্র, ” ফ্রান্স এর স্থায়ী ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান সাড়ম্বরে ২১ ও ২২ মে রবিবার দুই দিন ব্যাপী যাপিত অনুষ্টানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
পণ্ডিত প্রবর, ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের’র সভাপতিত্বে অনুষ্টিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনফাউন্ডেশান বুদ্ধিস্ট খেমের- ভেন, থিতা ধাম্মা, ভদন্ত ভিক্ষু জ্যেতিসার, উপাসিকা সুন বুঝালি প্রমূখ।
বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের সর্ববৃহত্ এ উৎসব ও বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্র, দ্বারোদ্ঘাটন অনুষ্টাঙ্কে কেন্দ্র করে প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা।
কর্মসূচীর মধ্যে ছিল পরিত্রাণসূত্র আবৃত্তিসহ ত্রিরত্ন বন্দনা ও ধ্যান অনুশীলন,৮৪ হাজার ধর্মস্কন্ধ পূজা, উপোসথশীল ও পঞ্চশীল গ্রহণ, ধর্মসভা এবং বিহারের ভূমি ও ভবনদান উৎসর্গ পর্ব, ভিক্ষুর পিণ্ডচারণ সহ গণভোজ।
এমন একটি সুসময়ের জন্য উদগ্রীব থাকেন সবাই, ধমীয় আবরণে মহামিলনের প্রেরণায়। রবিবার ছিল সরকারি ছুটি। বাড়তি আমেজতো ছিলই। তার পরের দিন আবার সেই চিরচেনা পথে।