অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে দুই দল মাদক বিক্রেতার গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নাফ নদীর তীরে গোলাগুলির ওই ঘটনায় নিহত মোহাম্মদ লালু (৩৫) রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দলের সদস্য বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য।
ওই এলাকার মোহাম্মদ কালুর ছেলে লালুর বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ওসি বলেন, “দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।পরে সেখান থেকে লালুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।”
এছাড়া ঘটনাস্থল থেকে দুটি দেশীয় বন্দুক, ছয় রাউন্ড গুলি ও ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সূত্রঃ বিডিনিউজ