হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি, (বান্দরবান):
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে পরিচালনা কমিটির আয়োজনে ৩১শে অক্টোবর দানোত্তম কঠিন চীর দান রোয়াংছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাশ্রদ্ধা ভিক্ষু সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ও রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ.ইউচারিন্দা মহাথের, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অনুতর পণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বৌদ্ধ বিহারে উপাধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উ.পজ্ঞানাইন্দা মহাথের, দিপঙ্কর মহাথের।
প্রধান ধর্ম দেশক এস,লোকজিৎ থের, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, সুমন বড়ৃয়া, রুপন বড়ুয়া সহ বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণ নর-রানীরা চীবর দানে উপস্থিত ছিলেন।