হাফিজুল ইসলাম চৌধুরী :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কক্সবাজারের রামুর গর্জনিয়া ও ঈদগড় ইউনিয়নের দুজন চেয়ারম্যান ও চারজন সাধারণ আসনের প্রার্থীকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার, ২৪ মে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের এই জরিমানা করেন। এসময় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জোবাইর উপস্থিত ছিলেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দন্ডপ্রাপ্তরা হলেন, গর্জনিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী যথাক্রমে গোলাম মওলা চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, একই ইউপির ৫ নং ওয়ার্ডের সাধারণ আসনের পদপ্রার্থী সাকের আহমদ, ঈদগড় ইউপির ৮ নং ওয়ার্ডের সাধারণ আসনের পদপ্রার্থী মফিজুর রহমান, মনিরুজ্জামান ও মো.নুরুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী এসবের সত্যতা নিশ্চিত করে আমাদের রামু ডটকমকে বলেন, বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গর্জনিয়ার চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলা চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম ও ঈদগড় ইউপির মেম্বার প্রার্থী নুরুল ইসলামকে দুহাজার করে মোট ছয় হাজার এবং বাকীদের কাছ থেকে এক হাজার করে সর্বমোট নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।