খালেদ শহীদ, রামুঃ
রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার বিরল কন্ঠস্বর ক্রীড়া ব্যক্তিত্ব উপজেলার আওয়ামীলীগ সদস্য আবদুল মালেক চৌধুরী ভুলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শনিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে বারটার সময় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল মালেক চৌধুরী ভুলু রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর লামারপাড়া এলাকার মরহুম সুলতান আহমদ চৌধুরী’র পঞ্চম ছেলে, বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহা পরিচালক আবদুল মোমেন চৌধুরী ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আহমেদুল হক চৌধুরীর ছোট ভাই।
গত বৃহস্পতিবার আওয়ামীলীগ নেতা আবদুল মালেক চৌধুরী ভুলু অসুস্থ হয়ে পড়লে, তাকে ওই দিনই চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) ভর্তি করা হয় বলে জানান, তার ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী।
রামুর ক্রীড়া ব্যক্তিত্ব আওয়ামীলীগ নেতা আবদুল মালেক চৌধুরী ভুলু’র মৃত্যুর খবরে রাজনৈতিক-সামাজিক অঙ্গন, আত্মীয়-স্বজন ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মরহুমের মরদেহ রামু অফিসেরচর লামারপাড়াস্থ নিজবাড়িতে আনা হলে, তাকে এক নজর দেখতে ছুটে আসেন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী, সাবেক ক্রীড়াবিদ, পাড়াপড়শি সহ আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা। এ সময় মরহুমের প্রিয় প্রাঙ্গন শোক-কান্নাময় পরিবেশে সৃষ্টি হয়।
আজ রোববার সকাল দশটায় রামু মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। নামাজে জানাযা শেষে ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে, বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নিবেদিত প্রাণ আবদুল মালেক চৌধুরী ভুলু রামু উপজেলার ক্রীড়া অঙ্গনের একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। সাবেক ফুটবলার আবদুল মালেক চৌধুরী ভুলু রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় তার বিরল কন্ঠস্বর ‘জাজেস রেডি গো’ ধ্বনির জন্য কিংবদন্তি হয়ে আছেন।
আওয়ামীলীগ নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল মালেক চৌধুরী ভুলু’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু সহ রাজনৈতিক-সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।