লুট হয়ে যায় আমার শহরঃ
প্রতিদিন লুট হয়ে যায় আমার প্রাণের শহর
প্রতিদিন লুট হয়ে যায় আমার প্রাণের সৈকত
প্রতিদিন কেটে নেয় আমার প্রশান্তির ঝাউবিথি
প্রতিদিন লুট হয়ে যার সৈকত সকাল
প্রতিদিন লুট হয়ে যায় ভাট ফুল বালিয়াড়ি
প্রতিদিন নিশ্বাস হারায় রুপুসি লাল কাকডা
প্রতিটি ঢেউয়ে ভেসে আসে ব্যবহৃত লুব্রিকেন্ট কনড়ম
প্রতিটি ঢেউয়ে ভেসে আসে প্লাস্টিক জার পলিব্যাগ
প্রতিটি ঢেউয়ে ভেসে আসে ভাঙ্গা কাকন চুড়ি
প্রতিটি ঢেউয়ে ভেসে আসে এমন সব খোসা নাম অজানা
আমার প্রাণের সৈকত আর আমার নাই
ফড়িয়াপতি,ফড়িয়া নেতা,ফড়িয়া আমলা
আরো কত পেশার পেশিজীবির যৌথতায়
এশহর আর আমার নাই
এশহর আর মানুষের নাই
এশহরে আর পাহাড় নাই
এশহরে আর ছড়া নাই
এশহরে আর খাল নাই
এশহরে আর নদী নাই
সবি গেছে লুটের দখলে
এশহরে আর মৌসুমি ফলের আবাদ নাই
এশহরে আর মৌসুমি সবজি আবাদ নাই
এশহরে আর ফলজ বৃক্ষের ফলন নাই
এ শহরে হলুদ ফুলের সমারোহ নাই
এ শহরে কাশবন শনফুল তারিবন নাই
বার্মিজ মার্কেটে রাখাইন তরুণীর হাসি নাই
নাই নাই নাই কিছুই নাই
সবি গেছে লিজ উপলিজ নালিশের দখলে
রাজনীতি নাই,নেতা নাই,আমার মতো মেরুদণ্ডও নাই,সবি পড়েছে নুইয়ে
নীতিহীনতার কাছে।
কলাতলি হীমছড়ি বড়ছড়ার পাহাড়ে চুড়া নাই,গাছ নাই তাই ঝর্ণাও নাই
আমার শহরে হোটেলের ফাক দিয়ে দূর সমুদ্র দেখা যায়
আমাদের শহরে যায় না দেখা সৈকত
হোটেল মোটেল মার্কেট যায় দেখা
আমার শহরে নেতা আছে রাজনীতি নাই
আমার শহরে রাজনীতি আছে নীতির নেতা নাই
আমার শহরে সাংবাদিক আছে সংবাদ নাই
আমার শহরে সংবাদ আছে সাংবাদিক নাই
আমার শহরে সংবাদ পত্র আছে সম্পাদকিয় নাই
আমার শহরে গল্প আছে ইতিহাস আছে চর্চা নাই
আমার শহরে গান আছে গায়ক আছে গাছ নাই
আমার গাল আছে ভুরি ভুরি আওয়াজ নাই
আমার শহরে আওয়াজ আছে ওয়াজও আছে শোনার বুঝার লোক নাই
প্রতিদিন নাই হয়ে যায় চেনা সৈকত
প্রতিদিন নাই হয়ে যায় সাজানো ঝাউ
প্রতিন নাই হয়ে যায় মাট ঘাট বালিয়াড়
আমার শহরে প্রতিদিন দালান উঠে
আমার শহরে প্রতিদিন দেয়ালও উঠে
হারিয়ে যায় আমার ঘুড়ীর আকাশ
হারিয়ে যায় আমার ভাবনার কবিটং
হারিয়ে যায় আমার রাজনীতি মাট
হারিয়ে যায় লাল দীঘি জেলে ময়দান
হারিয়ে যায় আমার সাতার কাটার পুকুর
বিজ্ঞাপনে ভাসে সুইমিংপুলের টিকিট
হারিয়ে আমার ঢেউ খেলানো মিষ্টি বাতাস
রঙিন দেখায় ঢেউ ছড়ানো সফেদ সফেন
হারিয়ে হারিয়ে যায়
লুট হয়ে যায়
লুট হয়ে যায়
বিবেকিরা কি অফিয়াম মর্ফিন?