সোয়েব সাঈদঃ
রামু উপজেলার রশিদনগর ফাতেমা রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমপানী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান এমইউপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবি ও আবৃত্তিকার তৌহিদা আজিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, সহকারি প্রধান শিক্ষক মনসুর আলম, ঈদগাহ কেজি স্কুলের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আবু শামা, দৈনিক আমাদের সময় এর রামু প্রতিনিধি সোয়েব সাঈদ, আজিজিয়া এবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, ফাতেমা রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল আমিন।
এতে বিদায়ি শিক্ষার্থীদের পক্ষে রাফি কায়িম শাপলা ও ইমরাতুল জান্নাত নিশি মনি এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে নুসরাত জাহান নোভা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা বেগম, জান্নাতুল ফেরদাউচ কলি, তসলিমা আকতার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে শিক্ষার্থীদের সফলতা কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জয়নাল আবেদিন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমপানী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।