ক্রীড়া ডেস্কঃ
রাশিয়া নামক এক জুজু বুড়ির ভয় ভর করেছে রিয়ালের ওপর। রাশিয়া বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে আটকে যায় স্পেন। এরপর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে রাশিয়ায় ফিরে হার স্প্যানিশ ক্লাব রিয়াল তথা রামোস, কারভাহাল, অ্যাসেনসিওদের। মস্কোর কাছে হেরে ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। এরপর ফিরতি লেগে রিয়ালের মাঠে এসে তাদেরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিএসকে মস্কো।
এই তিন ম্যাচে স্পেন এবং রিয়ালের ডাগআউটে ছিলেন তিনজন কোচ। ম্যাচের মাঠ বদলেছে। বদলেছে কোচ। শুধু বদলায়নি স্প্যানিশদের রাশিয়া জুজু।
ম্যাচের ৩৭ মিনিটের মাথায় রিয়ালের জালে প্রথম গোল দেয় মস্কো। আগের দেখায় ১-০ গোলের ব্যবধানে পাওয়া জয়ের স্বাদ যেন মস্কোর দাঁতে লেগেছিল। আর তাই রিয়ালের মাঠে ভড়কে যায়নি তারা। প্রথমার্ধ শেষ হবার আগে দ্বিতীয় গোল দিয়ে দেয় মস্কো। এরপর দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে গোল দিয়ে রিয়ালের ম্যাচে ফেরার শেষ সুযোগটাও কেড়ে নেয় তারা।
এ জয়ে মস্কো অবশ্য চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে বিশেষ প্রভাব রাখতে পারেনি। কারণ রিয়ালের গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় যাওয়া আগেই নিশ্চিত হয়েছে। মস্কোরও নকআউট পর্বে যাওয়ার নেই কোন সুযোগ। তবে গেল তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়ালকে বড় এক ধাক্কা দিয়ে গেল তারা।
রিয়ালের বিপক্ষে দারুণ এই দুই জয়ের পরও গ্রুপ ‘জি’ তে সবার নিচে মস্কো। ছয় ম্যাচে তারা দুটি জয় পেয়েছে শুধু রিয়ালের বিপক্ষে। এক ম্যাচ ড্রর পাশাপাশি বাকি তিনটি হার। গ্রুপের ওপর ম্যাচে টেবিলে দ্বিতীয় অবস্থানে থাকা রোমা ২-১ গোলে হেরেছে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে। গ্রুপে মস্কোর সমান পয়েন্ট তাদেরও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে ভিক্টোরিয়া।