ক্রীড়া ডেস্কঃ
আশিকুর রহমানের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত থাইল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। পরে গোল খেয়ে ড্র করেছে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা।
থাইল্যান্ডের বুরিরামে বুধবার প্রীতি ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হেরেছিল কিশোররা।
ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য করতে থাকে থাইল্যান্ড। তবে খেলার ধারার বিপরীতে ৩৪তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বলে হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন আশিকুর। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে সমতায় ফেরে স্বাগতিকরা।
শেষ দিকে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে থাইল্যান্ড। ৮৩তম মিনিটে গোলরক্ষক ফিস্ট করে কর্নার ফেরানোর পর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শটও আটকে দেন ডিফেন্ডাররা। বাকিটা সময় প্রতিপক্ষের আক্রমণ সামলে ড্র নিয়ে মাঠ ছাড়ে কিশোররা।
ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন্সের (উয়েফা) এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে আগামী শুক্রবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।