আমাদের রামু ডেস্কঃ
আজ বেদনাবিধূর শহীদ বুদ্ধিজীবী দিবস। স্বাধীনতার উষালগ্নে জাতির সূর্যসন্তানদের হারানোর বিষাদময় দিন আজ।
একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ ভাগে এদেশের দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ হাজারো বুদ্ধিজীবীকে।
সেই থেকে ১৪ ডিসেম্বরকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে, পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।
সেই অপরাধে দায়ী এদেশীয়দের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়েছে বাংলাদেশ। কলঙ্ক মোচনের পথে এগিয়ে যাওয়া বাংলাদেশ এখন গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতেও দাবি তুলেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামোডালে এবার শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে।
ভোটের মাধ্যমে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বেদনাবিধূর এই দিনে আমরা আত্মত্যাগী জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।