অনলাইন ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। আজ ফের সেই চেতনা প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে।
একই সঙ্গে বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চলছে বলেও উল্লেখ করেন ফখরুল।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার সকালে বিএনপির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় গোটা জাতি আজ বিজয়ের আনন্দ করতে পারছে না মন্তব্য ফখরুল ইসলাম আরও বলেন, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর সরকার যে হামলা, মামলা ও নির্যাতন চালাচ্ছে তাতে নির্বাচন একটি প্রহসনে পরিণত হচ্ছে এবং সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন অযোগ্যতার প্রমাণ দিচ্ছে।
তিনি বলেন, প্রতিদিনই ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন অব্যাহত রয়েছে।
এর আগে সকাল ৮ টার দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান ফখরুল। এ সময় দলের ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দীন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।