হাফিজুল ইসলাম চৌধুরী :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০নং আসনে বিরামহীন ভাবে চলছে গণসংযোগ। সকাল থেকে শুরু করে রাত অবদি প্রার্থীরা ঘুরছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিকূল আবহাওয়া থাকলেও থেমে নেই প্রচারণা।
শুক্রবার এ আসনের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের কয়েকটি এলাকায় গণসংযোগ চালিয়েছেন বিএনপি, ২০দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী সাচিং প্রু জেরী। পরে বিকালে বাইশারী চাকহেডম্যান পাড়ায় উঠান বৈঠক শেষে যোগ দেন নির্বাচনী জনসভায়।
এসময় সাচিং প্রু জেরী বলেন- আমার এক হাত ট্র্যাবেল আর অন্য হাত বাঙ্গালীদের কাঁধে রেখে বান্দরবানকে এগিয়ে নিতে চাই। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতিককে জয়যুক্ত করে মানুষের সেবা করার সুযোগ চান তিনি।
প্রার্থীর সাথে গণসংযোগে থাকা জেলা বিএনপি নেতা মুজিবুর রশিদ ও জাহাঙ্গীর আলম বলেন, আগামী ৩০ ডিসেম্বরের পরে পুলিশি হয়রানি, মামলা-হামলা থেকে রক্ষা ও নিজ বাড়িতে শান্তিতে ঘুমাইতে চাইলে ধানের শীষে ভোট দেয়া ছাড়া বিকল্প নেই। এ সময় উপস্থিত জনতা হাত তুলে সমস্বরে ধানের শীষে ভোট দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
ইউনিয়ন যুবদল আহবায়ক জসিম উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা নুরুল আলম কোম্পানী, ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুল হক মনু, জামায়ত নেতা রফিক আহমদ, মীম ছালেহ, রফিক বশরী, ছাত্রনেতা তৌহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা কামাল উদ্দিন, হামিদা চৌধুরী, সাইফুদ্দিন বাহাদুর, আবু সুফিয়ান, মুফিজুর রহমান, আবদুর রশিদ প্রমূখ।