ক্রীড়া ডেস্কঃ
সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা ও সতীর্থ নেইমার বার্সেলোনায় ফিরে এলে খুশি হবেন বলে জানিয়েছেন লিওনেল মেসি। অবশ্য দুজনের জন্যই ফেরার পথটা কঠিন সে কথাও মানছেন তারকা এই ফরোয়ার্ড।
কাম্প নউয়ে চারটি সফল মৌসুম কাটানোর পর গত বছরের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে পা রাখেন নেইমার। ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর কাতালান ক্লাবটির হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন ব্রাজিলের এই তারকা।
স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, ব্রাজিল দলের অধিনায়ককে নাকি ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ও নাকি ফিরে আসতে আগ্রহী।
চলতি সপ্তাহে স্বদেশি নেইমারকে ক্লাবে সতীর্থ হিসেবে পেতে উন্মুখ হয়ে আছেন বলে সংবাদ মাধ্যমে জানান বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। তার সঙ্গে একমত অধিনায়ক মেসিও। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে ফিরে পেতে চান এ কথা জানানোর পাশাপাশি কাজটা সহজ নয় বলেও মন্তব্য করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
“আমার কাছে এটা জটিল মনে হচ্ছে।”
“আমরা বন্ধু, আমরা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি, অন্যরা একে অপরের সঙ্গে এতটা সময় কাটায়নি, কিন্তু আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। যাই হোক, আমার কাছে তার প্যারিস ছাড়াটা খুব কঠিন মনে হচ্ছে।”
“পিএসজি নেইমারকে চলে যেতে দেবে না।”
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত কাম্প নউয়ে দারুণ সফল সময় কাটানো গুয়ার্দিওলার অধীনে আবারও খেলতে চান বলেও জানান ৩১ বছর বয়সী মেসি। বার্সেলোনার হয়ে চার বছরে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জেতেন ৪৭ বছর বয়সী গুয়ার্দিওলা।
“যদিও এটা কঠিন, আমি গুয়ার্দিওলার সঙ্গে আবারও কাজ করতে চাইব।”
“তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ। এজন্যই আমি চাইব যে তিনি ফিরে আসুন। কিন্তু আমি আপনাদের বলছি যে আমার কাছে এটা জটিল মনে হচ্ছে।”