আমরা ওড়াবো নতুন নিশান
বসরাই গোলাপে নয়
আমাদের আনন্দগুলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থিরচিত্ত নেতৃত্বে নির্মিত ছবির এ দেশের
পুকুর-দীঘি হাওর-বাওর বিলে-ঝিলে ফোটা শাপলার উচ্ছ্বল হাসিতে মিশে একাকার উদ্বেল
আমাদের বেদনা দুঃখ শোকের পাথর কণাগুলো
পবিত্র হাজরে আসওয়াদ কিংবা অন্য কোনো পাথর নয়
চির শানিত অবিনাশী চেতনা অস্ত্র
‘ঘরে ঘরে দুর্গে’ সুসজ্জিত উদ্যত
আমাদের মননের ধমনী শিরা-উপশিরায় জাতির পিতার আদর্শের আলো লহু বহমান
আমরা একাত্তরের শত্রুঘ্ন সৈনিক
আমরা বিষঘ্ন যোদ্ধা সংশপ্তক
আমরা পাশা গাজি আতাতুর্ক কামাল
আমরা উদ্দীপিত আলোড়িত
আমরা আবার গাইবো জয় বাংলার গান
তস্কর নষ্ট নীতিভ্রষ্টদের দর্প চূর্ণ করে
শেখ হাসিনার অবিচল নেতৃত্বে
আমরা ওড়াবো নতুন নিশান।