অনলাইন ডেস্কঃ
নতুন সরকারের মন্ত্রিসভা ১০ জানুয়ারির মধ্যেই হয়ে যাবে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
বর্তমান সরকারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে আছেন ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আগামী ৩ জানুয়ারি বৃহস্পতিবার শপথ নেবেন।
দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের ওবায়দুল কাদেরের কাছে জানতে চাওয়া হয়েছিল নতুন মন্ত্রীদের শপথ কবে নাগাদ হতে পারে।
জবাবে তিনি বলেন, “আশা করি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারির মধ্যে এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শেষ হয়ে যাবে।”
এই নির্বাচনেও দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসনে জয় পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা।
এই দলের নেতাদের কি এবারও মন্ত্রিসভায় রাখা হবে, না কি তারা সংসদের প্রধান বিরোধী দল হবেন- এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শরিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
সূত্রঃ বিডিনিউজ