সংবাদদাতা:
আগামীকাল রাজারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্থুতি প্রায় শেষ পর্যায়ে।প্রার্থীরা তাদের প্রচারণার সমাপ্তি করেন ভোট কেন্দ্রে তাদের সমর্থনে একাধিক পোষ্টার লাগানোর মাধ্যমে।রাজারকুলের অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টারে।দেখে ঠিক মনে হচ্ছে ঈদের আমেজ বিরাজ করছে এলাকায়।রাস্তাঘাটে মানুষজনের আনাগোনা অন্য দিনের তুলনায় অনেক বেশি।
সবার প্রত্যাশা আগামীকাল যেন ভালোই,ভালোই কাটে।কোন ধরণের অপ্রীতিকর ঘটনা কারো প্রত্যাশিত নয়।অনেক প্রার্থীর মাঝে হালকা ভয় লক্ষণীয়।দেশের অন্যান্য এলাকার মত মারামারি,হানাহানি হবেনা তো ?
সব মিলিয়ে আগামীকালের নির্বাচন কে ঘিরে মানুষের প্রত্যাশার পারদটা অনেক বেশি।সবারই কাম্য একটি সুষ্ঠু নির্বাচন।