লাইফস্টাইল ডেস্কঃ
ফ্যাশন কিংবা চশমার পরিবর্তে অনেকে চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন।গবেষকরা বলছেন, যারা বাড়িতে ফিরে কন্টাক্ট লেন্স না খুলে সেটা পরেই ঘুমাতে যান তাদের চোখে মারাত্মক ক্ষতির ঝুঁকি রয়েছে।
গবেষক দলের একজন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর সহকারী অধ্যাপক জন ফেলমিং বলেন, ‘চোখে লেন্স পরে ঘুমানো খুবই ঝুঁকিপূর্ণ। এতে সংক্রমণ কিংবা চোখের স্থায়ী ক্ষতি হতে পারে।’
ফেলমিং আরও বলেন, ‘চোখ থেকে না খুলে কন্টাক্ট লেন্স পরা অবস্থায় চোখ বন্ধ কিংবা ঘুম ঘুম ভাব থাকলেও চোখে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে’।
গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে ৩ থেকে ৪ দিন কন্টাক্ট লেন্স পরে ঘুমিয়েছেন তাদের চোখ লাল হয়ে যাওয়া কিংবা দৃষ্টিতে সমস্যা হয়েছে। এছাড়া কন্টান্ট লেন্স পরে সাঁতার কাটলেও একই সমস্যা হতে পারে। কারও আবার একই লেন্স টানা দু্ই সপ্তাহ ব্যবহার করার কারণে কর্ণিয়াতে মারাত্মক সংক্রমণ হয়েছে।
ফেলমিং বলেন, ‘চোখের সংক্রমণ বা ক্ষতি না করতে চাইলে ঠিক মতো চোখের যত্ন নেওয়া জরুরি।সে কারণে কন্টাক্ট লেন্স ব্যবহারেও সতর্ক থাকা প্রয়োজন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস