সৈয়দ আশরাফুল ইসলাম
জানি আপনি চলে যাবেন
কিন্তু এভাবেই চলে যাবেন
মানতে পারছি না,বুঝাতে পারছি না
মনকে,বিবেক কে,অশ্রুকে
ওরা আজ আমার অবাধ্য
বুক হাহাকার করছে অশ্রু বহমান।
চারদিকে ভেজালের ভিড়
চারদিকে ভোগ-ভোগীর ভিড়
চারদিকে অহংকার,উম্মাদনার ভিড়
চারদিকে কৃতিত্ব দখলের ভিড়
এতসব ক্যাকটাসের বেড়ার ভিড়ে
আমরা উদাহরণ উপমায় উপমিত করি
সেই আপনাকেই
আপনি এভাবে চলে যেতে পারেন না
আমরা যারা বুবুর আওয়ামী ব্রাত্য কর্মী
আপনাকে নিয়েই ভরসায় ভাসাই নৌকা
এখন
কার প্রেরণায়,কার আশায়, সাহসে বুকবাঁধি
আপনি কায়িকভাবে প্রস্তান করেছেন
আপনি চলমান আওয়ামী ব্রাত্যের হৃদয়ে বহমান।
আপনি সেই সৈয়দ আশরাফুল ইসলাম।