আন্তর্জাতিক ডেস্কঃ
উন্নয়নশীল-৮ (ডি-৮)-এর মহাসচিব দাতো কু জাফর কু শারি ও সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার পৃথক বার্তায় তারা শেখ হাসিনাকে অভিনন্দন জানান। খবর বাসসের
অভিনন্দন বার্তায় দাতো কু জাফর কু শারি বলেন, ‘আমি নিশ্চিত যে, এই ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে।’
ডি-৮ হলো বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্ক- এই ৮ দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য গঠিত সংস্থা।
একই দিন অপর এক অভিনন্দন বার্তায় সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে পেরে আমি অতীব সম্মানিত বোধ করছি।’
সুদানের প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যকার সুসম্পর্ক জোরদারে তার দেশের অব্যাহত অঙ্গীকারের কথা জানান।