অনলাইন ডেস্কঃ
বড় কোনও নাশকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রশংসা পাচ্ছেন পুলিশ সদস্যরা। সদর দফতর থেকে পুলিশ সুপারদের (এসপি) দেওয়া হয়েছে প্রশংসাপত্র। এছাড়াও নতুন বছরে পুলিশের বিভিন্ন ইউনিট ও থানায় প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবকিছু মিলিয়ে পুলিশ সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। তবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে স্থগিত রাখা হয়েছে পুলিশ সদর দফতরের প্রীতিভোজ।
শনিবার (৫ জানুয়ারি) পুলিশ সদর দফতর, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সদর দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নাগরিকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অবদান রয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী খুশি হয়েছেন। পুলিশ সুপারদের প্রশংসা করে সদর দফতর থেকে প্রশংসাবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও নতুন বছর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সারাদেশের ৬৩৩টি থানায় প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দিয়েছেন আইজিপি। তার নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে শনিবার সারাদেশের থানা ও পুলিশ লাইনগুলোতে এই প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে এই অনুষ্ঠানে পুলিশ বাহিনীর বাইরের কোনও অতিথি ছিল না। এসব অনুষ্ঠানে কোনও এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। দেশের থানাগুলোতে কর্মরত সব পুলিশ সদস্য, ফাঁড়ি পুলিশ ও সংশ্লিষ্ট থানায় কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা এতে অংশ নিয়েছেন।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের সদস্যদের জন্য শনিবার দুপুরে সব আয়োজন করেছি। থানা কম্পাউন্ডে এই আয়োজন করা হয়।’
তিনি আরও বলেন, ‘দুপুরে প্রীতিভোজ আয়োজন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পুলিশ প্রধানের নির্দেশ অনুযায়ী সব করা হয়েছে।’
পুলিশ সদর দফতরের একজন ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং পরের দিন পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। তাই উল্লেখ করার মতো কোনও নাশকতা হয়নি কোথাও। এরপর থার্টি ফার্স্ট নাইট এর আগে বড়দিনসহ সবগুলো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়েছে। এই সময়ে পুলিশ সদস্যরা কোনও বিশ্রাম পাননি। অবকাশ যাপনেরও সুযোগ পাননি। তাই পুলিশের রিক্রেশনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যাতে কিছুটা সময় তারা আনন্দে থাকতে পারেন। অবসাদে না পড়েন।’
আইজিপির এই উদ্যোগে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা খুশি হয়েছেন জানিয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মিরপুর মডেল থানার ছাদে প্রীতিভোজের আয়োজন করেছি। এরপর সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমাদের সহকর্মীরা অনেক খুশি হয়েছেন।’
জানা যায়, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য গত বুধ ও বৃহস্পতিবার বরাদ্দকৃত অর্থ দেওয়া হয়। এরপর শুক্র ও শনিবার এই আয়োজন হয় দেশের থানা ও পুলিশ লাইনগুলোতে।
গত বুধবার (২ জানুয়ারি) এই প্রীতিভোজের আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিনটন পুলিশ (সিএমপি)। এ প্রসঙ্গে সিএমপির খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বুধবার পুলিশ লাইনে এই প্রীতিভোজ আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের থানার সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইজিপির দেওয়া প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনটা পুলিশ সদস্যদের কিছুটা মানসিক স্বস্তি দেবে।’
তিনি আরও বলেন, ‘প্রতি নতুন বছরে আমাদের ডিএমপির কমিশনার ও আইজিপি ডিনারের আয়োজন করেন। সেই আয়োজন এবারও হয়েছে। আমার থানায় আমি আমার সহকর্মীদের নিয়ে করেছি।’
তবে জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রবিবার (৬ জানুয়ারি) পুলিশ সদর দফতরের প্রীতিভোজ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপারদের প্রতি প্রশংসাপত্র
সুষ্ঠভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশের সব জেলার পুলিশ সুপারদের (এসপি) প্রশংসা করে চিঠি দিয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (এডমিন) হাবিবুর রহমান। চিঠিতে তিনি এসপিদের উদ্দেশে লিখেছেন, ‘সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
চারটি অনুচ্ছেদে লেখা এই প্রশংসা বার্তার শেষ অনুচ্ছেদে লেখা হয়েছে, ‘সুষ্ঠ ও সুন্দর পরিবেশে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানে যে অবদান রেখেছেন, তা জনগণের প্রতি আপনার দায়বদ্ধতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সর্বোত্তম প্রতিফলন। একবিংশ শতাব্দীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে আপনার জনকল্যাণকর ভূমিকার সফলতা কামনা করছি।’
ভোলার পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে এই বার্তা পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘আমি এই বার্তা পেয়েছি।’
সূত্রঃ বাংলা ট্রিবিউন