সোয়েব সাঈদঃ
উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, ইসলামী ছাত্রসমাজ প্রখ্যাত ওলামা-মশায়েখের রেখে যাওয়া আমানত। এ আমানতকে ধারণ করে বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতা-কর্মীদের দৃপ্ত শপথ গ্রহন করতে হবে। তিনি রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের নবগঠিত কর্মপরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, নবনির্বাচিত দায়িত্বশীলদের নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ইখলাস ও দক্ষতার পরিচয় দিতে হবে। রামুর প্রত্যন্ত জনপদে ছাত্রজনতার কাছে পৌঁছে দিতে হবে ইসলামের সহীহ পয়গাম।
সম্প্রতি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, নবনির্বাচিত সভাপতি হাফেজ মুরশেদ ফয়েজ। প্রধান আলোচক ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম বিশেষ অতিথি ছিলেন, জেলা যুগ্ম সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মদ নোমান, দফতর সম্পাদক মুহাম্মদ নুরুল আলম প্রমূখ।
সভায় রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের বিগত সেশনের সভাপতি ও বর্তমান জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমকে নবগঠিত কর্মপরিষদের নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধিত করেন।