অনলাইন ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বাসে করে টুঙ্গিপাড়া গেছেন।
বুধবার সকাল ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তারা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, সকাল সাতটায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে মন্ত্রিসভার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন। এনা পরিবহনের তিনটি বাসে করে সেখানে যাচ্ছেন তারা। সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছার কথা রয়েছে তাদের।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে ওই বাসে করেই মন্ত্রীরা ঢাকায় ফিরবেন বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে মঙ্গলবারও নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা বাসে করে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তারা চারটি বাসযোগে সাভারে যান। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে তাদের অতিরিক্ত আসন পেতে বসতে দেখা যায়।