রামু প্রতিনিধি:
রামুতে ডিএসএফ মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৮ জুন সকাল ১১ টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন। এতে রিসোর্স পার্সন ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মান্নান।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, পিএইচডি এর ফিল্ড কো-অর্ডিনেটর নুরুল কবির বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতাধিন ডিএসএফ ম্যানেজার ওমর শরীফ শিবলী।