সংবাদদাতা:
কক্সবাজারের রামুতে স্বাস্থ্যকর্মীদের কর্মপর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন, বৃহষ্পতিবার রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান বলেন, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে সেবামুলককাজ সম্পাদন করতে হবে। শুধু কাজ করলে নয় -কাজের শেষে নির্ভুল রিপোর্টিং এর ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
স্বাস্থ্য সহকারী এনামুল হকের কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সভায় সঞ্চালক ছিলেন রামু স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. চিন্ময় বড়ুয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের ডিআইএমও ডা. অংচাপ্রু চৌধুরী।
বক্তব্য রাখেন আাবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক ধর, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বিপ্লব বড়ুয়া, স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, পরিসংখ্যানবিদ পংকজ পাল, এমটি ইপি আই আলী আকবর, পিএইচডির কো অর্ডিনেটর নুরুল কবির, মুক্তি কক্সবাজারের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর রামু উপজেলা ম্যানেজার দুলাল বড়ুয়া, ব্রাক এর ম্যানেজার (স্বাস্থ্য/ যক্ষা) শংকর মন্ডল, স্বাস্থ্য সহকারী আহমদ উল্লাহ প্রমুখ।
সভায় ইপিআই এর লক্ষমাত্রা অর্জন, জন্ম-মৃত্যু, ম্যালেরিয়া, যক্ষারোগী রেফার, কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হয়।