আমাদের রামু ডেস্কঃ
কক্সবাজারের রামু উপজেলায় ‘অস্ত্র ও লুট হওয়া মালামালসহ’ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।
১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চরপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর।
গ্রেপ্তাররা হলেন চরপাড়ার উজির আলীর ছেলে নুরুল আজিম (২৫) এবং মৃত মিয়া হোসেনের ছেলে সুলতান আহমদ (৪০)। সুলতার কক্সবাজার সদরের খরুলিয়া পূর্ব খামারপাড়ায় বসবাস করেন।
এরা দুজনই চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি মনসুর আমাদের রামু ডটকম কে বলেন, গত বছরের ৬ নভেম্বর গভীর রাতে খুনিয়াপালং ইউনিয়নের দাঁড়িয়ারদিঘী এলাকায় আলী আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়।
“ডাকাতদের গুলিতে আলী আহমদের ছেলে মোহাম্মদ আরিফ আহত হন। ডাকাতরা ৫টি মোবাইল ফোন সেট, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।”
এ ঘটনায় গত বছর ১৮ নভেম্বর আলী আহমদ বাদী হয়ে নুরুল আজিম সহ ছয়জনকে আসামি করে মামলা করেন বলে জানান ওসি।
ওসি আবুল মনসুর বলেন, মামলার কয়েকজন আসামি চরপাড়ায় অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় নুরুল আজিমের বাড়িতে অবস্থানকারী আসামি সুলতানসহ দুইজনকে আটক করা হয়।
“নুরুল আজিমের কাছে লুট হওয়া একটি মোবাইল ফোন সেট এবং সুলতানের স্বীকারোক্তি মতে ঈদগড়ের পাহাড়ি এলাকা থেকে দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।”
ওসি আবূর মনসুর জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।