ক্রীড়া ডেস্কঃ
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। হ্যাগলি ওভালে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে আগে ব্যাট করা দল জিতেছে। কিন্তু এবারের কথা কিছুটা আলাদা। কারণ উইকেটে কিছুটা ঘাস আছে। স্বাগতিক অধিনায়ককে তাই খুব একটা ভাবতে হয়নি সিদ্ধান্ত নিয়ে।
টস জিতে বল করার ব্যাপারে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘প্রথমে বল করছি। দলে এক পরিবর্তন নিয়ে নামব আমরা। সাটনারের জায়গায় টোড অ্যাস্টল দলে জায়গা পেয়েছেন। কৌশল বদলানোর মতো কিছু্ নেই এ ম্যাচে। দলের পরিকল্পনা কাজে লাগাতে চাই।’
বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও বলেন, টস জিতলে তিনি শুরুতে বোলিং নিতেন। তবে ব্যাট করার জন্যও ভালো উইকেট বলে মনে করছেন তিনি। দলে কোন পরিবর্তন না নিয়েই নামছে তার দল। আগের ম্যাচে বোলিং মোটামুটি ঠিক ছিল। এ ম্যাচে তাদের সঙ্গে ব্যাটসম্যানদের ভালো করতে হবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ:
মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, টোড অ্যাস্টল, ম্যাট হেনরি, লকি ফারগুসন, ট্রেন্ট বোল্ট।