আমাদের রামু রিপোর্ট:
কক্সবাজারের রামুর সাবেক জাতীয় ফুটবল তারকা ও দু’দুবার নির্বাচিত বাফুফে সদস্য বিজন বড়ুয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠিত স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
১৫ জুন ঢাকায় বাফুফের কার্য নির্বাহী কমিটির এক জরুরী সভায় বিজন বড়ুয়াকে জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। দ্বিতীয় মেয়াদে কাজী সালাহ উদ্দিন বাফুফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সারাদেশে স্কুল পর্যায়ে জনপ্রিয় ফুটবল ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিজন বড়ুয়ার নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। এরই মধ্য দিয়ে সারা দেশের স্কুল পর্যায়ে অধিকতর ফুটবল চর্চার মাধ্যমে ট্যালেন্ট ফুটবলার অন্বেষণ চালিয়ে যাবে বাফুফে।
এদিকে বাফুফের স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিজন বড়ুয়া জানান, কক্সবাজারবাসীর দোয়ায় জাতীয় দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। বিগত চার বছর ঢাকার পাইওনিয়র ফুটবল কমিটির কো-চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আশা করছি-সারাদেশের স্কুলের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারব।