অনলাইন ডেস্কঃ
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে সাবেক মন্ত্রী শাজাহান খানকে আহবায়ক করে গঠিত কমিটি রীতিমতো হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই শ্রমিক নেতার কারণে অনেক প্রাণহানি ও বিশৃঙ্খলা ঘটেছে। তাকে কমিটিতে রাখায় বিশৃঙ্খলা ও মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিকল্প ব্যবস্থা ছাড়া ঢাকা মহানগরীতে ১২ ঘন্টা গ্যাস বন্ধের ঘোষণাকে ‘কর্তৃত্ববাদী শাসনের প্রতিফলন’ মন্তব্য করে এর নিন্দা জানান রিজভী।
তিনি বলেন, বর্তমান সরকার কোনোদিনই জনদুর্ভোগকে গুরুত্ব দেবে না। তিনটি ব্যাংক অনুমোদন প্রসঙ্গে রিজভী বলেন, এই অনুমোদন ব্যাংক লুটের পথকে আরও প্রসারিত করল।
দুই দিনের কর্মসূচি: ২১ ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বেলা ২টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় কালো ব্যাজ ধারন করে নেতা-কর্মীরা বলাকা সিনেমা হলের কাছে জমায়েত হয়ে আজিমপুর কবরাস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।
সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, সারা দেশের জেলা-উপজেলা-থানাসহ বিভিন্ন ইউনিট স্থানীয়ভাবেভাবে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার কর্মসূচি গ্রহন করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।