আবদুল হামিদ নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মরণ করেছে নাইক্ষ্যংছড়ির সর্বস্তরের মানুষ। নাইক্ষ্যংছড়ি শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ কামাল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ শফিউল্লাহ, জেলা পরিষদ সদস্য ক্যনুওয়ান চাক,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রাথী মোঃ ইমরান, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ (ভারপ্রাপ্ত) সম্পাদক জাহাঈীর আলম কাজল, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন ও সকল শহীদদের আতœার মাগফিরাত কামনা করেন।
পরে একে একে নাইক্ষ্যংছড়ির সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।