অনলাইন ডেস্কঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পাঠ্যবই শুদ্ধভাবে পড়ানোর নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন। এ প্রেক্ষিতে শুদ্ধভাবে পাঠ্যবই পড়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকদের। রোববার (২৪ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়গুলো থেকে কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি পাঠ্যবই সাবলীলভাবে রিডিং পড়তে পারে না। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনকালে বিষয়টি কর্মকর্তাদের নজরে এসেছে। এর ফলে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছে না শিক্ষার্থীরা। যা মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অন্যতম অন্তরায় বলে দাবি করেছেন কর্মকর্তারা।
এ প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পাঠ্য বই শুদ্ধভাবে পড়ার বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যর্থতার দায় সকল কর্মকর্তা ও শিক্ষককে নিতে হবে বলেও জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।