প্রেস বিজ্ঞপ্তিঃ
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্থানরত বৌদ্ধদের ধর্মীয় সংগঠন “বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি স্মৃতি বিজড়িত শুভ মাঘী পূর্ণিমা উদযাপন করা হয়েছে। সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন বড়ুয়ার হিজিলস্থ বাসায় বুদ্ধপূজা ও সীবলীপূজা সহ সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা ও সীবলীপূজা পরিচালনা করেন, সন্তোষ বড়ুয়া। লিটন চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্ধোধনী ও স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে -অশোক বড়ুয়া ও বাবুল বড়ুয়া।
সুমন রাজ বড়ুয়া,র সঞ্চালনায় মাঘী পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা করেন, বটন বড়ুয়া,মঞ্জন বড়ুয়া দোলন বড়ুয়া প্রমুখ। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন ধর্মীয় সম্পাদক উত্তম বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘতরু বড়ুয়া, সুভাষ বড়ুয়া (২), মিঠুন বড়ুয়া রয়েল বড়ুয়া, সুভাষ বড়ুয়া(৩) মিলন বড়ুয়া, রোমেল বড়ুয়া, বিদায়ন বড়ুয়া,নয়ন বড়ুয়া, প্রমুখ।
সমগ্র অনুষ্টানে সার্বিক সহযোগিতা প্রদান করেন মোঃখলিল,মোঃজসিম,ইলিয়াজ চৌধুরী,মোঃ- সোহাগ, ও মোঃ জসীম।
সভায় বক্তরা, সাম্প্রদায়িক সম্প্রীতির আলোয় “অহিংসা পরম ধর্ম” মন্ত্রে বাংলাদেশের সৃমদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, সমিতির অধিকাংশ সদস্যবৃন্দ উপস্থিত হওয়ায় উক্ত অনুষ্ঠান এক মিলনমেলায় পরিনত হয়। পরিশেষে এক মধ্যান্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।