আন্তর্জাতিক ডেস্কঃ
পুলওয়ামা জঙ্গি হামলার জেরে পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় বিমান হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। এ খবরে শুধু সাধারণ ভারতীয় নন, তারকারাও বেশ খুশি।
এমন পদক্ষেপের জন্য ভারতীয় বিমানবাহিনীকে স্যালুট জানিয়েছেন বলিউড থেকে শুরু করে দক্ষিণী তারকারা। বাদ যাননি টালিউড তারকারাও।
জি-নিউজ জানায়, টালিগঞ্জের তারকারা নিজেদের টুইটার হ্যান্ডেলে ভারতীয় বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন দেব, রুক্মিনী মৈত্র, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, ঐন্দ্রিলা সেন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত প্রমুখ।
পিছিয়ে নেই দক্ষিণ ভারতের তারকারাও। দেশের বিমানবাহিনীকে ওই হামলার জন্য স্বাগত জানিয়ে টুইট করেছেন রজনীকান্ত, কমল হাসান, রাজমৌলি, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, কল্যাণরাম নন্দমুরি, তামান্না ভাটিয়া, কাজল আগরওয়াল, সুন্দরীয়া রজনীকান্ত, নিক্কি গলরানি, বরুণ তেজ কনিডেলা প্রমুখ।