অনলাইন ডেস্কঃ
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার অমানবিক নয়। সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে চেয়ারপারসনের অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। তার অসুস্থতা নিয়ে এখন তারা রাজনীতি করার পথ বেছে নিয়েছে। দলটি সব সময়ই এই চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে।
এমন রাজনীতি থেকে বিরত থাকতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুর ও মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঢাকা উত্তর সিটি নির্বাচন বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও উৎসবমুখর হতো। তবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
পাক-ভারতের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, ক্রসবর্ডার টেররিজমের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই। তবে কোনো প্রকার সন্ত্রাসকে বাংলাদেশ সমর্থন করে না।
মন্ত্রী জানান, প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ১০ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। মেঘনা দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে মে মাসে। আর ঈদের আগেই গোমতী দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে।