ক্রীড়া ডেস্কঃ
পিছিয়ে পড়া দলকে পথ দেখাতে আবারও জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের জোড়া গোলে লিগ ওয়ানে অবনমন অঞ্চলের দল কঁকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকালে ২-১ গোলে জেতে টমাস টুখেলের দল। গত অগাস্টে এই দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে লিগে পথচলা শুরু করেছিল পিএসজি।
ভাগ্য সহায় থাকলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতো পিএসজি। তবে আনহেল দি মারিয়ার ক্রসে লেইভিন কুরজাওয়ার ভলি ক্রসবারে লাগে। ত্রয়োদশ মিনিটে স্বাগতিকদের একটি প্রচেষ্টাও পোস্টে বাধা পায়।
৩৩তম মিনিটে আবারও ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় অতিথিরা। আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়ার ক্রসে মার্কিনিয়োসের হেড ক্রসবারের নিচের দিকে লাগে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। সতীর্থের ফ্রি-কিকে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন শাদের ফরোয়ার্ড কাসিমির।
পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি শিরোপাধারীরা। তিন মিনিট পর এমবাপের স্পট কিকে সমতায় ফেরে তারা। ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির ক্রসে ডি-বক্সে কঁয়ের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
৬১তম মিনিটে আবারও পোস্টের বাধায় গোলবঞ্চিত হয় পিএসজি। তমা মুনিয়েরের ক্রসে দি মারিয়ার হেড পোস্টে লেগে ফেরে।
৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন এমবাপে। তমা মুনিয়েরের জোরালো শটে পরাস্ত হয়েছিলেন গোলরক্ষক, তবে গোললাইনে ঠেকিয়ে দেন এক ডিফেন্ডার। আলগা বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন রাশিয়া বিশ্বকাপে চার গোল করে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা এমবাপে।
চলতি লিগে এই নিয়ে সর্বোচ্চ ২৪ গোল করলেন এমবাপে।
লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া পিএসজির পয়েন্ট ২৬ ম্যাচে ৭১। ২০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।