প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার আট উপজেলার মফস্বল এলাকা’য় গুটি কয়েক সংবাদকর্মীদের সংগঠন কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরাম’র উদ্যোগে “উপকূলের স্বার্থ রক্ষা মানে জাতীয় স্বার্থ রক্ষা” শীর্ষক আলোচনা সভাও ইফতার মাহ্ফিল’র আয়োজন কর হয়েছে।
আজ ১৩ রমজান ১৯ জুন রবিবার বেলা ৪ টার সময় শহরের হলিডের মোড়ে অবস্থিত হোটেল সিলভার সাইন রেস্টুরেন্ট এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিতব্য উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
প্রধান আলোচক অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ্, উপদেষ্টা কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরাম।
বিশেষ অতিথি থাকবেন মাহবুবুর রহমান মেয়র (ভারপ্রাপ্ত) কক্সবাজার পৌরসভা।
আলোচনা সভাও ইফতার মাহফিলে কক্সবাজারের প্রবীণ-নবীন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিকদল ও সুশিল সমাজের লোকজন অংশ নিবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিম্চিত করা হয়েছে।