লামা (বান্দরবান) প্রতিনিধি :
উপজেলা নির্বাচনের আর মাত্র ৯দিন বাকী থাকতে লামায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে পড়লেন জাপা মনোনীত লাঙ্গল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সেতারা আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় তিনি লামা পৌরসভার ৮ নং ওয়ার্ড লাইনঝিরিস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে ব্যাক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে জানান, “আমি ব্যাক্তিগত কারণে ৫ম লামা উপজেলা নির্বাচন থেকে সরে যাচ্ছি এবং নির্বাচন না করার ইচ্ছা পোষণ করছি। এ পর্যন্ত নির্বাচন করতে গিয়ে আমি লামাবাসী ও আমার দলের লোকজনের যে সহায়তা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অত্যান্ত আনন্দিত, আমি সবার দোয়া কামণা করছি”।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো কোন চাপ নেই। লামা উপজেলায় চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি চাই। তিনি আরো বলেন উন্নয়ন ভাবনায় জাতীয় পার্টি সরকারের সাথে কখনো দ্বিমত করেন না।
সংবাদ সমম্মেলনে পাশে ছিলেন তার স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি, সাকেক সহকারী এটর্নিজেনারেল মকবুল আহমেদ।