সোয়েব সাঈদ:
রামু উপজেলার অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার, ১৯ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯টি পদে ৩৪ জন প্রার্থী অংশ নেন।
সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে পর্যবেক্ষক, প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্ষুদে শিক্ষার্থীরা।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে ভোট দেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। ভোট গ্রহন ও গণনা শেষে ফলাফল ঘোষনা করে প্রিসাইডিং অফিসার শামাইলা জাহান।
ঘোষিত ফলাফলে স্কুল ক্যাপ্টেন পদে ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন স্বজন বড়ুয়া (কলমদানি)। তার নিকটতম প্রতিদ্বন্ধী সুরাইয়া আফরিন (বই) পান ৩৭ ভোট।
সহকারী স্কুল ক্যাপ্টেন পদে বিজয়ী হন শহীদুল ইসলাম সোহেল (ফ্রিজ) ও ফাহিমা ইসলাম আরাবি (সাদা শাপলা), ক্লাস ক্যাপ্টেন (৭ম শ্রেণি) পদে বিজয়ী হন ফুয়াদ আল মাহদী মাহী (টেবিল), কাজী নজরুল ইসলাম শাখা ক্যাপ্টেন (৭ম) পদে বিজয়ী হন তানভীরুল হক জুনাইদ (মগ), রবীন্দ্রনাথ ঠাকুর শাখা ক্যাপ্টেন (৭ম) পদে বিজয়ী হন মৌমিতা বৈদ্য (আপেল), ক্লাস ক্যাপ্টেন (৬ষ্ঠ) পদে বিজয়ী হন সিহাবুল ইসলাম (খরগোশ), এ,কে ফজলুল হক শাখা ক্যাপ্টেন (৬ষ্ঠ) পদে বিজয়ী হন রিফাতুল ইসলাম (ময়ুর), জসীম উদ্দিন শাখা ক্যাপ্টেন (৬ষ্ঠ) পদে বিজয়ী হন মো. মোস্তাফা আজিজ (কাঁঠাল গাছ)।
প্রিসাইডিং অফিসার শামায়লা জাহান জানিয়েছেন, সুষ্ঠু, শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী বেশি হওয়ায় ব্যালটও বেশি ছিলো। সে কারণে একুট ধীর গতিতে ভোটগ্রহন হয়েছে। তাই ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন।
নির্বাচনে বিজয়ীরা জানান, জীবনে তারা এবার প্রথম নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ের স্বাদ পেয়েছেন। তারা সাধ্য মতো ভোটারদের (শিক্ষার্থী) কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা চালিয়ে যাবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ নির্বাচনে অংশ নিয়েছে।
বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ জানিয়েছেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের শিশুমনে গণতান্ত্রিক আদর্শের চর্চা বজায় রাখার লক্ষ্যে এ নির্বাচন ইতিবাচক ভূমিকা রাখবে।