অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি দুই ভাই নিহত হয়েছেন।
উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ইউএনও মো. আবুল খায়ের।
নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার জেবর মল্লুকের ছেলে মোস্তাক আহমদ (৪০) ও মোক্তার আহমদ (৩৮)।
তাদের ‘চিহ্নিত’ ও ‘তালিকাভুক্ত’ মাদক বিক্রেতা দাবি করে পুলিশ বলছে, এ দুই ভাইয়ের বিরুদ্ধে ৬/৭ টি মাদক মামলা রয়েছে। মামলা মাথায় নিয়েই তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি বলেন, উখিয়ার সমুদ্র উপকূলীয় ইনানী এলাকা দিয়ে ইয়াবার একটি চালান আসার খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে।
” এক পর্যায়ে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে নয় হাজার ৬০০টি ইয়াবা, দুইটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি।