ক্রীড়া ডেস্কঃ
শেষ দিকের গোলে কাতার স্টারস লিগের দল আল শাহানিয়াকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচের ৮৫তম মিনিটে খন্দকার আশরাফুল ইসলামের গোলে ১-০ ব্যবধানে জিতে যুবারা।
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই সামনে রেখে কাতারে বর্তমানে ট্রেনিং ক্যাম্প করছে বাংলাদেশ। আগামী ২২ মার্চ বাছাইয়ে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হবে জেমি ডের দল। গ্রুপের বাকি দুই দল ফিলিস্তিন ও শ্রীলঙ্কা।
আল শাহানিয়া চলতি কাতার স্টারস লিগে অষ্টম স্থানে আছে।