হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় নির্বাচনী কাজে নিয়োজিত দুই কর্মকর্তাসহ চার কলেজ শিক্ষক আহত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ ও কলেজে দায়িত্ব পালনের জন্য নাইক্ষ্যংছড়ির প্রবেশ পথে আদর্শগ্রাম এলাকায় অটোরিক্সায় (সিএনজি) দুর্ঘটনার শিকার হন তাঁরা। সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন।
আহতরা হলেন- এমদাদ উল্লাহ মো. ওসমান, মুজাহিদুল ইসলাম, প্রিয়তোষ শর্মা চন্দন ও মিজানুর রহমান। তাঁরা সবাই নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের শিক্ষক।
উপজেলা নির্বাচন কার্যালয় ও পুলিশ সূত্র জানায়, আহতদের মধ্যে এমদাদ উল্লাহ মো. ওসমান দোছড়ি ইউনিয়নের কুরিক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিজানুর রহমান বাকঁখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী কাজে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত দু’জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, নির্বাচনী কাজে নিয়োগ করা দুই কর্মকর্তার স্থলে মহিউদ্দিন ও এমডি কবির চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।