আব্দুল হামিদ, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বঙ্গবন্ধু জীবনি নিয়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
১৭ই মার্চ রবিবার সকাল ৯টার সময় বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধরু জন্ম দিবস ও শিশু দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইসলামীক ফাউন্ডেশনের বাইশারী ইউনিয়নের কেয়ার টেকার মাওলানা আবদুল্লাহ। কেয়ার টেকার মাওলানা মোঃ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ। এসময় বাইশারীতে দায়িত্বরত ইসলামীক ফাউন্ডেশনের গণশিক্ষা ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিশুদেরকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতকার্য্য লাভ করায় বঙ্গবন্ধুর জীবনি নিয়ে লিখা বই পুরুষ্কার হিসেবে হাতে তুলে দেওয়া হয়। এছাড়া বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করা হয়।