অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি বধির হয়ে গেছে। ক্ষমতায় থাকতে অনেক অন্যায় এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীতে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের নামে উল্লাসের পাশাপাশি বারবার ভুল সিদ্ধান্ত নেওয়ায় বিএনপি জনবিচ্ছিন্ন। মিথ্যাচারের এই দলের নেতাদের কণ্ঠ এখন স্তব্ধ।
রোববার রাজধানীর বিজয়নগরে ঢাকা সরকারি বধির স্কুল প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে এতিম, প্রতিবন্ধী ও অসহায় শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
সংসদে এসে কারান্তরীণ খালেদা জিয়ার কথা বলতে বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, খালেদা জিয়া জেলে থাকলেও তার জন্য বিএনপি নেতারা এখন কথাও বলতে পারছেন না। তারা এত অন্যায় করেছেন যে, বধির হয়ে গেছেন। তাই বলবো, যে আটজন নির্বাচিত হয়েছেন তারা সংসদে এসে খালেদা জিয়ার কথা বলুন।
নাসিম বলেন, ইতিহাস কখনো থেমে থাকে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই জাতি এখন সঠিক ইতিহাস জানতে পারছে। শেখ হাসিনা সাহস নিয়ে একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। এখন দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, নিউজিল্যান্ড একটি সভ্য দেশ, সেখানে মসজিদে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। আজ সারা দুনিয়ায় যখন জঙ্গিবাদের উত্থান হয়েছে, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ দমন হয়েছে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুজিত রায় নন্দী, কামাল চৌধুরী, আমিনুল ইসলাম প্রমুখ।