লিওনেল মেসি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হওয়ায় দারুণ খুশি হয়েছেন জেরার্দো মার্তিনো। এমন একটি রেকর্ড ‘বিশ্ব সেরা’ খেলোয়াড়ের অধিকারেই থাকা উচিৎ বলে মনে করেন দেশটির কোচ।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মেসি ৩২তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে রেকর্ড গড়া গোলটি করেন। সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেন তিনি।
জাতীয় দলের হয়ে মেসির এটি ৫৫তম গোল। গাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে বার্সেলোনার এই ফরোয়ার্ডই এখন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচ শেষে মার্তিনো বলেন, “সে যা করেছে তা আমাকে খুব খুশি করেছে। সে এই কোপা আমেরিকায় আছে বলে আমি দারুণ আনন্দিত।”
“এটা দারুণ যে বিশ্বের সেরা খেলোয়াড় আর্জেন্টিনা জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা।”
ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গতবারের চ্যাম্পিয়ন চিলি অথবা কলম্বিয়া।
[বিডিনিউজ]