ক্রীড়া ডেস্কঃ
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন আনহেল দি মারিয়া। ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খবরটি নিশ্চিত করা হয়। গত সোমবার মাদ্রিদে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন ৩১ বছর বয়সী দি মারিয়া। বুধবার অনুশীলনের সময় চোট পান পিএসজির এই মিডফিল্ডার।
শুক্রবার বাংলাদেশ সময় রাত দুইটায় আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে ১৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের ১৩টি গোলে অবদান রেখেছেন দি মারিয়া।