অনলাইন ডেস্কঃ
ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর বাবা-মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তারা দেখা করেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানিয়েছেন।
তিনি বলেন, আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমি রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান। প্রায় এক ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী আবরারের বাবা-মাকে সান্ত্বনা দেন এবং তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আবরারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তিনি।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল অবেদিন এবং আবরারের ভাই উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার ঢাকার বারিধারার পাশে নদ্দা এলাকায় একটি বাসের চাপায় মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির ছাত্র আবরার। এরপরে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন তার সহপাঠীরা।
দিনভর তাদের বিক্ষোভে প্রগতি সরণি দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরদিন বিইউপি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগ, ধানমণ্ডি, সায়েন্সল্যাব, বাড্ডাসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
ছাত্র বিক্ষোভে বুধবার ঢাকায় যান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়। পরে সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বিইউপি শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ছাত্ররা।
সূত্রঃ বিডিনিউজ