দর্পণ বড়ুয়াঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আজ ২৪ মার্চ রবিবার কক্সবাজারের রামু উপজেলার ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। এতে রামু উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ৬১টি কেন্দ্রের ৬১ জন প্রিজাইডিং অফিসার,৩১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৩৬ জন পোলিং অফিসার নিয়োগ দিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম (নৌকা) এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল (আনারস), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আলী হোসেন (টিউবওয়েল), খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার(চশমা), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সালাহ উদ্দিন(তালা), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী (প্রজাপতি), রামু উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী আফসানা জেসমিন পপি (কলসী) ও আওয়ামীলীগ নেত্রী মনোয়ারা ইসলাম নেভী (ফুটবল) প্রতিদ্বন্ধিতা করবেন।
গতকাল ২৩ মার্চ শনিবার দুপুর ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ৬১ টি কেন্দ্রের জন্য নির্বাচনি মালামাল গ্রহণ করেন ভোটগ্রহণ কর্মকর্তাগণ।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, রামু উপজেলাসহ ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের কক্সবাজারের পাঁচ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে ২৪ মার্চ রবিবার। উপজেলাগুলো হলো- মহেশখালী, পেকুয়া, রামু, উখিয়া ও টেকনাফ।
তবে শেষ মুহূর্তে এসে কুতুবদিয়া উপজেলার নির্বাচন স্থগিত হয়ে যায়। এই উপজেলার ভোটের তারিখ আদৌ নির্ধারণ হয়নি। ভোটগ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পাঁচ উপজেলায় ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি উপজেলায় একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী বিধি রক্ষায় দায়িত্ব পালন করছেন। শৃংখলা রক্ষায় নিয়োজিত আছেন সহস্রাধিক পুলিশ সদস্য। তাদের পাশপাশি আছেন ৩০ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন র্যাব। এছাড়া পর্যাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।