বান্দরবান প্রতিনিধিঃ
ইউনিসেফ পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান’ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলায় ২৫টি উপজেলায় ১টি করে ২৫টি মডেল পাড়াকেন্দ্র নির্মান কাজের কর্মসূচী গ্রহণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এই ২৫টি পাড়া কেন্দ্রের নির্মাণ ব্যয় হবে ৭ কোটি ৫০ লাখ টাকা।
গত শনিবার ২৩ মার্চ দুপুরে বান্দরবানে সুয়ালক মাঝের পাড়ায় এই প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা প্রমূখ।