হাফিজুল ইসলাম চৌধুরী :
মফস্বলের শিক্ষার্থীদের ইংরেজি–ভীতি দূর করতে হবে। ইংরেজি ভাষার ভীতির কারণে বেশির ভাগ শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ফেল করে। এ জন্য ইংরেজি ভাষার চর্চা বাড়াতে হবে।
সোমবার (২৫ মার্চ) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম কালাম সরকারি কলেজে ইংরেজি শেখা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ এসব কথা বলেন। কলেজের স্কলার সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করেন।
স্কালার সোসাইটির উদ্যোক্তা ও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমেদ সোবহানির প্রানবন্ত পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যাপক শাহ আলম, সহকারি অধ্যাপক জসিম উদ্দিন, মুজিবুল হক ও কলেজের প্রাক্তন ছাত্র সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
প্রতিযোগাতায় ২১ পয়েন্ট পেয়ে জয়ী হয়েছেন পুরুষ দল। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিলা দল পেয়েছে ২০ পয়েন্ট। প্রতিযোগিতা শেষে উভয় দলকে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও বছরের সেরা শিক্ষার্থী হিসাবে দিলোয়ারা এবং সানজিদা আফরিকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।